লালমনিরহাটের কালীগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রত্না বেগম (২৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) দুপুর ৩ টার দিকে ওই উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী জোরগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রত্না বেগম জেলার আদিতমারী উপজেলা সদরের রেলগেট এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সে ঢাকায় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, ঢাকার পোশাক শ্রমিক রত্না বেগম স্বামী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন। ঈদে ছুটি নিয়ে বাবার বাড়িতে আসেন। সেখান থেকে কালীগঞ্জ উপজেলার দুহুলী এলাকায় এক আত্নীয়ের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে অটোরিকশায় বাবা ও ছেলেকে নিয়ে আদিতমারী বাবার বাড়িতে ফিরছিলেন রত্না বেগম। এ সময় তারা জোরগাছ এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত রত্নার ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায় এতে সে গুরুতর আহত হন। তাকে দ্রুত আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফরহাদ হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
Leave a Reply