পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোতামারী বাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গোতামারী ইউনিয়নের তরুণ সমাজ সেবক হুমায়ুন কবীর প্রিন্স।
শুভেচ্ছা বার্তায় প্রিন্স বলেন, বছর ঘুরে আবার পবিত্র ঈদুল ফিতর আমাদের ধারে সমাগত।
ঈদুল ফিতর মানুষকে আদর্শে উজ্জীবিত করে শোষণমুক্ত সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়। মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হওয়ার সুযোগ সৃষ্টি হয়।
প্রিন্স সাহেব আরও বলেন, দেশের মানুষ এমন এক সময় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে। মানুষের জীবন ও সম্পদের গরীব অসহায়দের ফিতরা প্রদান করা।
কোভিড-১৯ এর আঘাতে আমাদের জীবন, সমাজ, সংস্কৃতি যেন বদলে গিয়ে এক অচেনা রূপ ধারণ করছে। মানুষের দিন অতিবাহিত হচ্ছে আতঙ্ক ও ভয়ের মধ্যে।
করোনা ভাইরাসের ছোবলে সারাদেশে বিনা চিকিৎসায় অসংখ্য মানুষের মৃত্যু এবং হাজারও মানুষের অসুস্থতার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-ফিতর। পবিত্র এই দিনে আমরা সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকি।
পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করি। আমাদের তাকওয়া তাঁর কাছে পৌঁছায়। এভাবেই তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো-এজন্য যে, তিনি তোমাদের পথ দেখিয়ে দিয়েছেন। সবার সুুুস্থতা কামনা করেন ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ঈদ মোবারক
Leave a Reply