1. admin@lalmonirhatsongbad.com : admin :
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কবিতা “বিপদ সংকেত”

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪২ বার পঠিত

বিপদ সংকেত

👉এম এম মুক্তা ইসলাম

পদে পদে পলে পলে বিপদ সংকেত
জীবনের আদ্যোপান্ত এমন আবেষ্টনে
প্রতি ভুল পদপাত আহ্বান করে বিপর্যয়
অশনী সংকেত আচ্ছাদিত করে জীবন সুমিত।

যে কোন অনর্থ কর্ম বুনে যায় বিষ উৎসাধার
যে কোম মূঢ়তা ধ্বসে দেয়ে বিশ্বাসের বুনিয়াদ
অনন্দ অসুন্দরতা কদর্য কুগন্ধ ছড়াতে থাকে
ভ্রান্তির কুশ্রীতা আবিলে ভরে দেয় সুসমাচার।

আমাদের প্রাত্যহিকে উচ্চকিত যে সুর আর গান
বিশ্লিষ্ট করে দেয় ছন্দহীনতার বিপন্ন বিষন্ন প্রমাদ
পরতে পরতে জীবন অন্বিষ্ট যাবতীয় সুসমাচার
ছন্দহীনতার অভিঘাতে মুহূর্তে হয়ে যায় চুরমার।

জীবন মূলত এক সামগ্রিক দ্যোতনা শুভকর
অমঙ্গল বারতাকে করে প্রত্যাখ্যানে তিরস্কার
আনন্দের সন্তোষের সুপ্রীতির অমিয় বন্ধনেই
বহতা জীবনে সদানন্দ ফুল্লপ্রভ স্মিত প্রস্রবিনী।

যদি আসে সংকেত
বিপন্ন বিষাদের
দৃঢ়বদ্ধ মুখোমুখি হও
প্রত্যয়ে সুদৃঢ়তায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২১ লালমনিরহাট সংবাদ
Theme Customized By Shakil IT Park