স্টাফ রিপোর্টার হাতীবান্ধা লালমনিরহাট।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী (৫০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ দিন করোনা আইসোলেশন চিকিৎসাধী থাকার পর মারা গেছেন ।
সোমবার (৫ জুলাই) বিকেলে লালমনিরহাট জেলার সিভিল সার্জন ডা.নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করেন বলেন, রোববার রাতে জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
লালমনিরহাট জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ওই শিক্ষক গত ১ জুলাই রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে লালমনিরহাট সদর হাসপাতের করোনা আইসোলেশন ভর্তি হন। ৪ দিন চিকিৎসাধীর ধাকার পর তার মৃত্যু হয়। লালমনিরহাটে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৩১ জন। আর এই ৩১ জনের মধ্যে শিক্ষক ছয় জন।
লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে শয্যা বাড়িয়ে ২০ থেকে ৫০টি করা হয়েছে। হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
Leave a Reply