হুমায়ুন কবীর প্রিন্স লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সমসংখ্যক ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করেছে রিটানিং কর্মকর্তা।
রবিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থী জয়লাভ করলেও পরাজিত হয়েছেন চারজন। বাকি একটির ফলাফল ঘোষণা করা হয়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম দুজনে নয় হাজার ৮৪০ ভোট পেয়েছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, দুই প্রার্থীর সমসংখ্যক ভোট পাওয়ার কারনে ফলাফল ঘোষণা করা হয়নি। নির্বাচন আইন অনুযায়ী ওই দুইজনকে নিয়ে আবার ভোট অনুষ্ঠিত হবে।
Leave a Reply