স্টাফ রিপোর্টার হাতীবান্ধাঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় ছেলের জন্মদিনের অনুষ্ঠানে বন্ধুদের জন্য ফেনসিডিল নিয়ে এসে পুলিশের হাতে ধরা খেলেন বাবা জিতু মিয়া ও বন্ধু আশরাফুজ্জান (আশরাফুল) ।
মঙ্গলবার (১০ মে) রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া কুমারপাড়া (ভুটিয়ামঙ্গ) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক মাসুদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া কুুুুমারপাড়া (ভুটিয়ামঙ্গল) এলাকায় জয়নাল আবেদীনের (সাবেক মেম্বারের) পুত্র জিতু ইসলামের (৩১) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১২ বোতল ফেনসিডিলসহ জিতু ইসলাম ও তার বন্ধু আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, জিতু ইসলামের ছেলের জন্মদিন ছিল মঙ্গলবার। জন্মদিনের অনুষ্ঠানে জিতু তার কয়েকজন বন্ধুকে দাওয়াত দেন। জন্মদিনের কেকের সঙ্গে বন্ধুদের ফেনসিডিল খাওয়াতে চান তিনি। সেই উদ্দেশ্যেই ফেনসিডিল কিনে বাড়িতে নিয়ে আসেন।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হওয়া দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply