1. admin@lalmonirhatsongbad.com : admin :
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তিস্তায় পেটে ৩ কেজি ডিম সহ ১৭ কেজি দেশীয় বোয়াল মাছ আটক

  • আপডেট সময়: সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৭৩ বার পঠিত

হুমায়ুন কবীর প্রিন্স  লালমনিরহাট  জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তায় ইলিশের পর এবার জেলেদের খোঁচার আঘাতে ৩ কেজি পেটে ডিম নিয়ে ১৭ কেজি ওজনের একটি দেশীয় বোয়াল মাছ আটককরে জেলে। মাছটি মুহূর্তেই ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হয়ে গেছে। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

সোমবার (১৬ মে) সকাল ১০টায় উপজেলার পূর্ব ডাউয়াবাড়ি এলাকায় তিস্তা নদীতে মাছটি ধরা পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাহাড়ি ঢল ও উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি ক্রমেই বাড়ছে। পানি বৃদ্ধির সঙ্গে তিস্তা নদীতে উজানে বিভিন্ন জাতের মাছও বেড়েছে। এরমধ্যে তিস্তা নদীতে বৈরালি, ইলিশ, কালীবাইস, গুলশা, টেংরাসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।

এদিকে সোমবার সকালে হাতীবান্ধা উপজেলার পূর্ব ডাউয়াবাড়ি গ্রামের জেলে সাজু মিয়া তিস্তা নদীতে মাছ ধরতে যান। এ সময় তার খোঁচার আঘাতে ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। মাছটি পাওয়ার পর বিক্রয়ের জন্য স্থানীয় ঘুন্টি বাজারে নিয়ে এলে উৎসুক জনতার ভিড় জমান। জেলে সাজু মিয়া বলেন, গত দুইদিন ধরে তিস্তার পানি বৃদ্ধির পাওয়ার পর বোয়াল মাছটি উঁচুতে ওঠার চেষ্টা করলে আমার খোঁচার আঘাতে মাছটি আটক হয়। পরে ঘুন্টি বাজারে নিয়ে এলে ১৭ কেজি ১৭ হাজার টাকা দরে বিক্রি করি।

তিনি বলেন, আমি অনেক খুশি। এত বড় বোয়াল মাছ তিস্তা নদীতে পাইনি। এটাই আমার জীবনের বড় মাছ।

ঘুন্টি বাজারের দোকান মালিক সমিতির সদস্য মফিজুল ইসলাম বলেন, বোয়াল মাছটি জেলে সাজু মিয়ার কাছ থেকে ১৭ হাজার টাকায় কিনে ১৫ জন মিলে ভাগাভাগি করে নিয়েছি।

ঘুন্টি বাজারের তবারক হোসেন জানান, তিস্তা নদীতে এত বড় বোয়াল মাছ কোনো দিন দেখিনি। এটিই প্রথম। তাই ঘন্টি বাজারের সবাই মিলে মাছটি কিনে কেটে ভাগ করে নিয়েছি।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২১ লালমনিরহাট সংবাদ
Theme Customized By Shakil IT Park