মেজবাহ আল মুবীন হাতীবান্ধা উপজেলা প্রতিনিধিঃ
জাতীর শ্রেষ্ঠ অর্জন মহান বিজয়।বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দইখাওয়া আদর্শ কলেজ পালন করে নানা কর্মসূচী। ৩ দিনের বর্ণিল কর্মসূচীর আজ শেষদিন।দিনের প্রথম প্রহরে বিশাল শোভাযাত্রা মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয় এবং আলোচনা,কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ ও ছাত্র- শিক্ষক ভলিবল প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয়।
দ্বিতীয় দিন ছিলো বাঙালির চিরায়ত সংস্কৃতি নবান্ন উৎসব। অঘ্রানের শেষদিনে অনুষ্ঠিত হল প্রাণের এই আয়োজন।যারা কোটি মানুষের খাদ্যের যোগানদাতা সেই গর্বিত কৃষক ও যে নারী প্রতিকূলতায় পিছপা না হয়ে কায়ক্লেশের সাগর পাড়ি দিয়ে সন্তাকে কলেজে পাঠিয়েছেন সেই অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়।যার নামকরণ করা হয় ভূমিকর্ষক ও অদম্য নারী সম্মাননা।এবারে ১০ জন কৃষক ও ২ জন নারী এ অসামান্য সম্মানে ভূষিত হন।অধ্যক্ষ মহোদয় এরকম সম্মাননা প্রতি বছরই দেয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং এরকম অায়েজন কৃষককে উৎসাহিত করতে হতে পারে অনুকরণীয়।আনন্দঘন পরিবেশে রকমারি পিঠাভোজে ও বিশিষ্ট শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে প্রথমদিনে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
বিজয়ের ৫০ বছর পূর্তিতে কলেজটিতে ৫০ টি প্রতীকী পুস্তকে নির্মাণ করা হয়েছে প্রধানফটক।প্রতিষ্ঠানটি শিক্ষা সংস্কৃতিতে অনবদ্য অবদান রেখেই চলেছে।
Leave a Reply