হুমায়ুন কবীর প্রিন্স হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছেন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মঞ্জু ও তার লোকজন। গুরুতর আহত ওই দুইজন বর্তমান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
শনিবার রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বাজারে এই মারামারি ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়া মঙ্গল এলাকার ছাবেদ আলী(৬৫) ও তার ছেলে মিলন মিয়া(৩২)।
অভিযুক্ত মোজাম্মেল হক মঞ্জু মিয়া গোতামারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।
জানাগেছে, হাতীবান্ধা উপজেলা বিএনপির কিছু নেতা-কর্মী শুক্রবার রাতে গোতামারি ইউনিয়ন পরিষদের একটি কক্ষে বসে আলোচনা সভা করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) একটি স্ট্যাটাস দেয় মিলন মিয়া। আর এরেই জেরে শনিবার রাতে আওয়ামীলীগ সভাপতি মোজাম্মেল হক মঞ্জুর সাথে বাক-বিতন্ডা বাঁধে মিলন মিয়ার। এর এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মোজাম্মেল হক মঞ্জু ও তার লোকজন মারধর করে মিলন মিয়ার মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে আওয়ামীলীগ সভাপতি মোজাম্মেল হক মঞ্জু মিয়ার নিকট গিয়ে মারধরের বিষয় জানতে চাইলে মিলন মিয়ার বাবা ছাবেদ আলী কে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
এ বিষয়ে মিলন মিয়া বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া মোজাম্মেল হক মঞ্জু ভাতিজা আফতাবুজ্জামান আলিফ মিয়া ও তার লোকজন আমাকে মারধর করে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। এরপর আমার বাবাকেও মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছেন।
এ বিষয়ে ছাবেদ আলী বলেন, আমার ছেলেকে তারা মারধর করেছে বিষয়টি জানতে গেলে মোজাম্মেল হক মঞ্জু মিয়া ও তার লোকজন আমাকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছেন।
প্রবীণ আওয়ামীলীগ নেতা ছাবেদ আলী আওয়ামিলীগের সিনিয়র সভাপতি দায়িত্বে আছেন ও তার ছেলে মিলন ছাত্রলীগ নেতা।
এ বিষয়ে গোতামারি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মঞ্জু বলেন, আমরা তাদেরকে মারধর করি নাই, বরং তারাই আমাদের লোকজনদের মারধর করেছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহা আলম বলেন, বিষয়টি শুনেছি কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাতীবান্ধা লালমনিরহাট ২৮ আগস্ট ২০২২।
Leave a Reply