রাধাবল্লভ রায়
আমি জানি কবিতা আমার
তোমার কোথাও হবেনা ঠাঁই-
দীন-ভিখিরির ঘরে জন্ম তোমার
একটা কানাকড়িরও দাম নাই।
ভিখিরির ঘরে জন্মিলেও
দেখিলে পৃথিবীর আলো-
আর কারো কাছে না হলেও
আমার কাছে তো ভালো।
আস্তে আস্তে বড় হবে যখন
অনেকেই বাসিবে ভালো-
কেউবা বলিবে হ্যালো কবিতা
ধন্য করো মোরে জ্বালিয়ে আলো।
ততদিন হয়তো আমি থাকবনা
তবুও ঢের ভালো-
তুমিযে আমার কবিতা
আঁধার ঘরের আলো।
Leave a Reply