হুমায়ুন কবীর প্রিন্স লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল তিন দিন ব্যাপী জেলা ইজতেমার সমাপ্তি হল।
শুক্রবার (১০ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে কালেক্টরেট মাঠে আমবয়ানের মধ্য দিয়ে শেষ হয় লালমনিরহাটে তিন দিন ব্যাপী জেলা ইজতেমা।
ইজতেমা সফল করতে ধর্মপ্রাণ মুসুল্লী ও আয়োজকরা প্রস্তুত করেন লালমনিরহাট কালেক্ট্ররেট মাঠ। আগত মসুলিদের থাকার জন্য পুরো মাঠে সামিয়ানা দিয়ে সাটানো হয়েছে। তৈরী করা হয়েছে পর্যাপ্ত ওযূ ও গোসলের ব্যাবস্থা।
বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুত সংযোগ, স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপন করা হয়েছে এজতেমা ময়দানের চর্তুপাশে। এদিকে ইজতেমা ময়দানের মাঠ কানায় কানায় ভরে গিয়ে মাঠের চর্তুদিকে রাস্তায় রাস্তায় জমায়েত হয় আখেরী মোনাজাতের জন্য। প্রায় লক্ষাধিক লোকের অধীক সমাগমে মুখরিত হয়ে উঠে ইজতেমা ময়দান।
ইজতেমা মাঠে নিরাপত্তা জোরদার করার জন্য পর্যাপ্ত পুলিশ, ভ্রাম্যমান মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক নিয়োজিত আছে। এছাড়াও সার্বক্ষনিক ওয়াজ টাওয়ারে থাকবে নিরাপত্তা ব্যবস্থা।
ইজতেমার আয়োজক কমিটির আমীর আলহাজ্ব শহিদার রহমান জানান, ইজতেমা সফল করতে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। আজ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল এ ইজতেমা। ইজতেমায় দোয়া পরিচালনা করেন কাকরাইলের মুরুব্বী ও জিম্মাদার মোঃ শাহাদত হোসেন।
ইজতেমায় জেলার ৫টি উপজেলাসহ পাশ্বর্তী বিভিন্ন জেলা থেকে মসুল্লীগন ইজতেমা মাঠে এসেছেন। এছাড়াও দেশের প্রখ্যাত আলেমগন ইজতেমায় বয়ান পেশ করেন।
২০১৬ সাল থেকে লালমনিরহাট জেলায় আঞ্চলিক ইজতেমা শুরু হলেও এবারে এ ইজতেমায় নাইজেরিয়াসহ বহু বিদেশী জামাত এসেছেন।
Leave a Reply