সোহাগ লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চাঁন মিয়া (৫৮) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) সকালে দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের উপজেলার ভাদাই ইউনিয়নের সেনপাড়া শাহিনা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত চাঁন মিয়া কিশামত ভেটেশ্বর গ্রামের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা যায়, লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হয়ে বাইসাইকেলে বন্ধু নামের সিনেমা হলের দিকে যাচ্ছিলেন চাঁন মিয়া।
কিন্তুুক এ সময় পিছন দিক থেকে আসা তীব্র গতির বুড়িমারীগামী একটি ট্রাক এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। সেখানে ঘটনাস্থলেই চাঁন মিয়া মারা যান।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply