হুমায়ুন কবীর প্রিন্স,লালমনিরহাট,
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।
বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিল আমিন ও সহকারী কমিশিনার (ভূমি) শামীম সুলতানা’র যৌথ নেতৃত্বে পুলিশের একটি টহল দল ওই উপজেলার গেট থেকে বিভিন্ন এলাকায় টহল দেওয়া শুরু করেছেন। পাশাপাশি ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘুরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে তারা সচেতন করেন। এ সময় বাড়ির বাইরে বের হয়ে আসা মানুষের মাঝে মাস্ক দিয়ে সচেতন এবং জরুরী প্রয়োজন ছাড়া বের হাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন।
জানা যায়, বৃহস্পতিবার (০১ জুলাই) হতে আগামী বুধবার (০৭ জুলাই) পর্যন্ত মোট সাতদিন করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় লালমনিরহাটের হাতীবান্ধায় কঠোর লকডাউন থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বের হতে না পারে এজন্য মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে লকডাউন বাস্তবায়ন করতে কাজ করবে।
Leave a Reply