স্টাফ রিপোর্টার লালমনিরহাটঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে সম্ভাবনা প্রোডাকসন্সের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।গত বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা শাহগরিবুল্লাহ বালিকা বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সম্ভাবনা প্রোডাকসন্সের নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটক ‘ক্ষয়’ এর শুভ মুক্তি করা হয়। নাটকটিতে স্বার্বিক তত্বাবধানে ও সম্ভাবনা প্রোডাকসন্সের বিভিন্ন শিল্পীরা কাজ করেন আলোচনা সভায় বক্তব্য রাখেন, সম্ভাবনা প্রোডাকসন্সের প্রধান পৃষ্ঠ পোষক ও হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, জেলা আওয়ামীলীগের সদস্য রওশন হাবিব খান মানিক, হাতীবান্ধা ছাত্রলীগ সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান, হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক নাজমুল কায়েস হিরু, সম্ভাবনা প্রোডাকসন্সের স্ব¤œয়কারী বাপ্পি সোহেব ও সভাপতি মেহেদি হাসান সঞ্জু।
Leave a Reply