স্টাফ রিপোর্টার লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জুমার নামাজ পড়তে গিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হওয়ায় সংবাদটি প্রকাশের পর নামপ্রকাশে অনিচ্ছুক এক সমাজ সেবক ব্যাক্তি জোবেদ আলী (৪৮) কে একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান উপহার দেন। এদিকে ঈদের খুশি আর নতুন ভ্যান পেয়ে জােবেদ আলীর পরিবার ডাবল খুশি।মঙ্গলবার (২০ জুলাই) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী সাজিয়া আফরিন এর মাধ্যমে রংপুরের এক সমাজসেবক ব্যাটারিচালিত ভ্যানটি জোবেদ আলীর হাতে তুলে দেন।এর আগে গত (৯ জুলাই) শুক্রবার দুপুরে উপজেলার বড়খাতা দোলাপাড়া কেরামতিয়া বড় জামে মসজিদে যাত্রী নামিয়ে দিয়ে মাঠে ভ্যানটি রেখে জুমার নামাজ পড়তে যান জোবেদ আলী। নামাজ শেষে এসে দেখেন ভ্যানটি নেই। অনেক খুঁজেও ভ্যানটি না পেয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন।জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী গ্রামের ভ্যান চালক জোবেদ আলী (৪৮)। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তার অভাবের সংসার। গত বছরে অনেক কষ্টে বড় মেয়েকে বিয়ে দেন। এক মেয়ে মায়া আক্তার পঞ্চম শ্রেণি ও জুই চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করছে। জায়গা জমি বলতে বাড়িভিটেসহ মাত্র ২০ শতাংশ জমি। বড় মেয়ের বিয়ে দেয়ার সময় ১৫ শতাংশ জমি বন্ধক রাখেন জাবেদ আলী।সংসারের কিছুটা অভাব দূর করতে দুমাস আগে ‘আশা’ নামে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি কিনেন জোবেদ। সেই ঋণের টাকাও শোধ হয়নি। প্রতিদিন ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়ে দুবেলা খাবার জোটে পরিবারের। ভ্যানটি চুরি যাওয়ায় পরিবারটি ঘরে চুলাও জ্বলেনি। এদিকে অসুস্থ স্ত্রী।এ দিকে (১০ জুলাই) জুমার নামাজ পড়তে গিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হওয়ায় সংবাদটি প্রকাশের পর হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন ও কালের কন্ঠ শুভ সংঘের মাধ্যমে ওই পরিবারকে নগদ টাকা এবং এক মাসের খাদ্য সহায়তা প্রদান করেন।নতুন ভ্যান পেয়ে জোবেদ আলী বলেন, এই ঈদোত গোশত খাইতে না পারলেও বউ বাচ্চা নিয়ে খুবই খুশিতে দিন কাটাইছি। ভ্যানটা পেয়া জীবনটা ফিরি পাইচ্ছি। এখন ভ্যান চালে সংসার টা চালের পাইম। এবার ভ্যানটি চোখে চোখ রাকিম যাতে আর না চুরি যায়। আল্লাহ তোমা গুলাক ভাল করবে।হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী সাজিয়া আফরিন বলেন, জুমার নামাজ পড়তে গিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হওয়ায় ঘটনায় রংপুর টাইমস সংবাদটি প্রকাশ করায় কৃতজ্ঞ। তিনিআরও বলেন, সংবাদটি প্রকাশে পর রংপুরের এক সমাজসেবক ভাই জোবেদ আলীকে একটি নতুন ভ্যান কিনে দেন।
Leave a Reply