স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খয়ের উদ্দিনের(৬০) বসত-বাড়ি ও বেড়া ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী খয়ের উদ্দিন তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর আগে ওই দিন বিকেলে উপজেলার কেতকীবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে।
ভাংচুরের ঘটনায় অভিযুক্তরা হলেন, উপজেলার কেতকীবাড়ী এলাকার হকমান আলী(৪২), লাভলী বেগম(৩৫) ও ময়না বেগম(২৩)।
জানা গেছে, ভুক্তভোগী ও অভিযুক্তদের বাড়ি পাশাপাশি। ভুক্তভোগীদের বাড়ি লাগোয়া রাস্তা দিয়ে যাতায়াত করেন অভিযুক্তরা। এমন অবস্থায় বুধবার বিকেলে ওই অভিযুক্ত হকমান আলী ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছিলেন। এ সময় হকমান আলীর ভ্যান গাড়ি খয়ের উদ্দিনের বাড়ির গেটে লেগে যায়। এ নিয়ে তাদের বাকবিতন্ডা শুরু হয়। এর এক পর্যায়ে হকমান আলী, লাভলী বেগম ও ময়না বেগম খয়ের উদ্দিনের বসত ভিটার বেড়া ও একটি ঘর ভাংচুর করে।
এ বিষয়ে অভিযুক্ত হকমান আলী বলেন, আমার ভ্যান ওদের গেটে লেগে গেছে সেটা ঠিক আছে। তবে তারা শুধু শুধু ঝগড়া শুরু করে। আর আমরা কোন হামলা বা ভাংচুর করিনি। ওরা নিজেরাই নিজের ঘর ভাংচুর করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী খয়ের উদ্দিন বলেন, ওরা আমার বাড়ির গেটে ভ্যান লাগিয়ে ভেঙে ফেলেছে। সেটার প্রতিবাদ করা ওরাই আমাদের উপর চড়াও হয়। পরে তারা আমার বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। আমি থানায় লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
হাতীবান্ধা, লালমনিরহাট। ১৭ নভেম্বর, ২০২২।
Leave a Reply