স্টাফ রিপোর্টার (লালমনিরহাট)
পবিত্র ঈদুল আযহা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে এসেছে। আর এই ঈদকে সামনে রেখে হাতীবান্ধা উপজেলাল গোতামারী ইউনিয়ন বাসীর সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ডাউয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হোসেন মোহাম্মদ নওশাদ জুয়েল রানা।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আযহা মানুষের মাঝে নিয়ে এসেছে এক অনাবিল আনন্দ। আর এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকলকে দলমত ও ধনী-গরীব ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে ডাউয়াবাড়ী ইউনিয়ন বাসীসহ হাতীবান্ধা উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরও বলেন, আসুন আমরা সবাই পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ মডেল ডাউয়াবাড়ী ইউনিয়ন তৈরিতে বদ্ধপরিকর হই।
এ সময় তিনি আরও বলেন, মহামারি করোনা ভাইরাসের কারনে এবারের ঈদ বাহ্যিক ভাবে সিমাবদ্ধ হলেও হৃদয় উজাড় করে আশপাশের অসহায় মানুষদের সহায়তা করে ঈদ আনন্দ বিলিয়ে দেওয়ার আহ্বান জানান।
Leave a Reply