স্টার রিপোর্টারঃ
হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ২নং ওয়ার্ডে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। দক্ষিণ গোতামারী সাতভাই পাড়া নূরানী ও হাফিজিয়া মডেল মাদ্রাসা।
আজ সকাল ১০.৩০ মিনিটে দক্ষিণ গোতামারী সাতভাই পাড়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ৪তলা ভবনের ভিত্তি প্রস্তুত স্হাপন শুভ উদ্বোধন করা হয়।
উক্ত দক্ষিণ গোতামারী সাতভাই পাড়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তুত শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান সুযোগ্য মোনাব্বেরুল হক মোনা।
উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হাবিবুল্লাহ আল বাহার হুজুর হাতীবান্ধা ছেফাতিয়া মাদ্রাসা।
উপস্থিত আনোয়ার হোসেন মিরু ভাইস চেয়ারম্যান হাতীবান্ধা উপজেলা পরিষদ হাতীবান্ধা, লালমনিরহাট।
উপস্থিত ছিলেন অধ্যক্ষ মৌলাঃ তফর আলী দইখাওয়া আলিম মাদ্রাসা। আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার ছাত্র ও মাদ্রাসার কমিটি বৃন্দ।
Leave a Reply