1. admin@lalmonirhatsongbad.com : admin :
মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাতীবান্ধা গোতামারী ইউনিয়ন পরিষদের উদ্যেগে সামাজিক- সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। অসত্যের কাছে নাহি হবে নত শির ভয়ে কাঁপে কাঁপে পুরুষ লড়ে যায় বীর সমাজকল্যাণ মন্ত্রী হাতীবান্ধা দইখাওয়ায় ছাগলের খাবার যোগাতে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেলো যুবকের ইউপি চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া-মিলাদ ফেসবুকে স্ট্যার্টাস হাতীবান্ধায় বাবা-ছেলের মাথা ফাটিয়ে দিয়েছেন আওয়ামীলীগ নেতা হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন হাতীবান্ধায় বিয়ের দাবীতে ভাতিজার ঘরে চাচি হাতীবান্ধার সিংঙ্গীমারীতে ফেনসিডিল-১২০ বোতলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হাতীবান্ধায় ক্ষমতার জোরে বাঁশঝাড় উজাড় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

হাতীবান্ধায় অবৈধভাবে সরকারি গাছ কাটার মহাউৎসব

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৪৩৬ বার পঠিত

হাতীবান্ধায় অবৈধভাবে সরকারি গাছ কর্তন।

স্টাফ রিপোর্টার হাতীবান্ধা প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাশিয়া বার্নি এলাকার রাস্তার গাছ অবৈধভাবে কেটে নিয়ে যায় একটি সিন্ডিকেট দল। রাস্তার সারিবদ্ধ আকাশমণি গাছ গুলো কাটার সঙ্গে জড়িতদের দ্রুত আইনগত ব্যবস্হা নেওয়া না হলে।
এভাবেই সিন্ডিকেটরা রাস্তার সরকারি গাছ নির্বিচারে কাটার মহাউৎসবে মেতে উঠবে।

জানা গেছে, উপজেলার গোতামারি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাশিয়া বার্নি এলাকার রাস্তার গাছ গত মঙ্গলবার দুপুরের দিকে ১০ টি আকাশমণি গাছ কেটে নিয়ে যায় একটি সিন্ডিকেট দল। বিষয়টি স্হানীয় লোকজন মৌখিক ভাবে গ্রাম পুলিশ কে জানালে গ্রাম পুলিশ সত্যতা নিশ্চিত করার জন্য ঘটনাস্থলে গেলে সেখানে গাছ কাটার গোড়া দেখতে পান।পরবর্তীতে গাছের সন্ধান করলে দইখাওয়া রানুর ছাওয়ামিলে গাছের সন্ধান মেলে।তাৎক্ষনিক ফরেস্ট অফিসার নূরনবি হক কে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে পৌছে গাছগুলো উদ্ধার করতে সক্ষম হন।

এ বিষয়ে গ্রাম পুলিশ শাহআলম বলেন, দইখাওয়া রানুর ছাওয়ামিলে ১০ টি আকাশমণি গাছ সিন্ডকেটরা রাখে। এবং বাকি গাছগুলো অন্যকোথাও লুকিয়ে রেখেছে। ওনার কাছে আরও জানতে চাইলে গাছ কাটার পিছনে কার হাত রয়েছে তিনি বলেন গোতামারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সাবু মিয়ার ছেলে আফতাবুজ্জামান আলিফের হুকুমে গাছ কাটার নির্দেশ দেন ভ্যান চালক এনামুল হক কে। এনামুল নির্দেশ অনুযায়ি রাস্তার ১০টি সরকারি আকাশমণি গাছ কর্তন করেন।

এ বিষয়ে আফতাবুজ্জামান আলিফের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন গাছ গুলো আগে থেকেই মাটিতে পড়ে ছিলো তাই আমাদের একটি সমতির সদস্যগন মিলে গাছ গুলো আমরা ভ্যান চালক এনামুলের দ্বাড়ায় কেটে নেই। ওনাকে আরও প্রশ্ন করা হলে নানা ধরনের অযুহাত এবং হুমকি দিয়ে মুঠোফোন কেটে দেন।

গোতামারি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন ফরেস্ট অফিসার ঘটনাটি আমাকে জানালে আমি বলেছি ঘটনার সাথে জড়িতদের আইনগত ব্যবস্হা নেওয়া হোক।

হাতীবান্ধা ফরেস্ট অফিসার নূরনবি হক জানান,
আমরা গাছ গুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি।এবং যারা গাছ কাটার সাথে জড়িত তাদের তথ্য পাওয়া গেছে এবং গোতামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সাবু মিয়ার ছেলে আফতাবুজ্জামান আলিফ সহ অনেকে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২১ লালমনিরহাট সংবাদ
Theme Customized By Shakil IT Park