স্টাফ রিপোর্টার হাতীবান্ধা
লালমনিরহাটের হাতীবান্ধায় আগুনে পুরে গরু, ছাগল, হাঁস-মুরগী নিহত। এ সময় গরু-ছাগল বাঁচাতে গিয়ে তিনজন আহত হয়েছে। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত ২ টার সময় উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া এলাকায় এ অগ্নকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, বুধবার রাতে বাড়িতে প্রতিদিনের ন্যায় সবাই ঘুমিয়ে পরে, হঠাৎ রাতে আগুন দেখে বাড়ির সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাড়ির মালিক মৃত্যু আজিজার রহমানের পুত্র শফিকুল ইসলাম ( ৫৫) গরু বাঁচাতে গিয়ে নিজেই আগুনে পুরে গুরুতর আহত হয়।
বাবা শফিকুলকে বাচাতে গিয়ে ছেলে ও শফিকুলের ভাই আনারুল আগুনে পুরে আহত হয় এসময় ফায়ার সার্ভিস ও এলাকা বাসির সহায়তায় প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরুল আমিন বলেন, গোয়াল ঘরে ভুট্টার লাকরি থাকায় কয়েলের আগুন থেকে এর সুত্রপাত হয়েছে। তিনটি ঘর, গরু, ছাগলসহ প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
Leave a Reply