স্টাফ রিপোর্টার হাতীবান্ধা প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জোরপূর্বক বাঁশঝাড় থেকে তিন শতাধিক বাঁশ কাটার অভিযোগ উঠেছে।
রোববার (১৪ আগষ্ট) উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া (ছাদুরটারী) এলাকায় এ ঘটনা ঘটেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, বাঁশ ঝাড়ের মালিক রমজান আলীর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রায় তিন শতাধিক বাঁশ কেটে ফেলেন আশরাফ আলীর তিন ছেলে আঃ রহিম, সামিউল ইসলাম, সাফিউল ইসলাম, আমজাদ আলীর ছেলে আজিজুল ইসলাম, রেয়াজ আলীর ছেলে ফারুক হোসেন।
কয়েকজন এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা প্রতিবেদককে বলেন, রমজান আলীর সাথে আশরাফ আলী ও আমজাদ আলী গং এর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
অভিযোগকারী রমজান আলী বলেন, আশরাফ আলী ও আমজাদ আলীর ছেলেরা আমার পৈতৃক সুত্রে পাওয়া জমি নিজেদের দাবি করে এর আগেও গাছ কেটে টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন।
তিনি আরও বলেন, তারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেন না। থানায় লিখিত অভিযোগ দিয়েও আমি সঠিক বিচার পাইনি।
অপরদিকে অভিযুক্ত ব্যক্তিরা বলছেন, ওই জমি আমাদের দাদার সম্পত্তি। রমজান আলীকে কয়েকদিন বাঁশ কাটার জন্য বলার পরেও না কাটায় আমরা কেটে ফেলেছি।
বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেলের মুঠোফোনে (017203-44255) একাধিকবার কল করলেও তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Leave a Reply