তারভীর কবীর স্টাফ রিপোর্টার হাতীবান্ধাঃ লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধায় জেলার এ প্রজন্মের নেতা, রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ এর পৃষ্ঠপোষকতায় নৈশ প্রহরীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
রবিবার (২৫ জুলাই) গভীর রাতে হাতীবান্ধা উপজেলার বোর্ডের হাট বাজার, কাছিম বাজার, জাওরানী বাজার, দইখাওয়া বাজার, নওদাবাস বাজার, গেন্দুকুড়ি বাজার, ডাকালিবান্ধা বাজার, কেতকীবাড়ী বাজার, ঘুন্টিবাজার, পারুলিয়া বাজার ও কালীগঞ্জ উপজেলার ভোটমারী রেলওয়ে স্টেশনের নৈশ্য প্রহরীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমটি রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত পরিচালিত হয়। এ কার্যক্রমটি সফলকরনে সহযোগিতা করেন মিলন সরকার, সাজু, মনা, বাবু ও রিপন।
ঈদ শুভেচ্ছা উপহার পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। নৈশ প্রহরী হবিবর রহমান বলেন “হামার গুলার খোঁজ খবরতো কাওয়ে নেয় না, এই পরথম এমপির ব্যাটা নিলে দোয়া করি তায় য্যান অনেক বড় হয়।”
Leave a Reply