হুমায়ুন কবীর প্রিন্স লালমনিরহাট প্রতিনিধিঃ
A.R Traders ট্যাপ এর আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধায় ট্যাপ এর আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ট্রাস্ট কল্যাণ সংস্থার একটি প্রতিষ্ঠান ট্যাপ। নতুন বছরের নতুন ক্যাশ আউট চার্জ চালু করায়,আজ হাতীবান্ধা শহর জুড়ে তারা এ শোভাযাত্রার আয়োজন করে।
ট্যাপ তাদের ক্যাশ আউট চার্জ ১৪ টাকা ৭০ পয়সা করায়,এই র্যালি বের হয় লালমনিহাট শহর জুরে। এতে প্র্যায় ৭০ মোটর সাইকেল এ করে ট্যাপের হাতীবান্ধার সকল ট্যাপ কর্মী মিলে।
নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় শোভাযাত্রা ও অনান্য কর্মসূচি। উপস্থিত ছিলেন সকল কর্মী ও আয়োজন বৃন্দ।
Leave a Reply