এস,এম কবীর স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের হাতীবান্ধায় ৫০ বোতল ফেন্সিডিলসহ রেজাউল করিম(৩২) নামে এক ইজিবাইক চালকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে গ্রেপ্তারকৃত ওই চালককে লালমনিরহাট জেল হজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার তিস্তা ব্যারাজ পুলিশ চেকপোস্টে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওই ইজিবাইক চালক উপজেলার সিংগীমারী এলাকার আমিনুর রহমানের ছেলে।
দোয়ানী পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা ব্যারাজ পুলিশ চেকপোস্টে একটি ইজিবাইকসহ আটক করা হয়। এ সময় তার ইজিবাইকটিতে তল্লাশী চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ইজিবাইকটিও জব্দ করা হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, গ্রেপ্তারকৃত ওই ইজিবাইক চালককে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলাও হয়েছে।
এস,এম কবীর হাতীবান্ধা, লালমনিরহাট।৬ আগষ্ট, ২০২২।
Leave a Reply