স্টাফ রিপোর্টার হাতীবান্ধা প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ি এলাকায় তালাক প্রাপ্ত স্বামী দারা নির্যাতনের শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক নারী, থানায় অভিযোগ দায়ের।
অভিযোগ সুত্রে জানাগেছে, ১০ মে ২০২২ মঙ্গলবার বিকালে বাদী মৌসুমী খাতুন কেতকী বাজারে তার নামে বরাদ্দ কৃৃৃত ওমেন্স কর্নারের দোকান খুুলতে গেলে তার তালাক প্রাপ্ত সাবেক স্বামী হোসাইনুর রহমান (হিরু) ও তার লোকজন এসে দোকান খুলতে বাঁধা প্রদান করে এবং লোহার রড হাতুরী ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিঠ শুরু করে। আহত অবস্থায় মৌসুমী খাতুনকে স্থানীরা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঐ মারামারীর একটি ভিডিও দৃশ্য ইত্যেমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে দেখা যায়, মৌসুমী খাতুন দোকান খুলতে চাইলে তার তালাক প্রাপ্ত সাবেক স্বামী ও পুর্বের স্ত্রীর ছেলে শিফাত প্রথমে বাঁধা প্রদান করে এবং পরে লাঠি দিয়ে আঘাত করতে থাকে।
এ বিষয়ে মৌসুমী খাতুন বলেন,আমার নামে বরাদ্দ কৃত দোকান খুলতে গেলে হোসাইনুর রহমান (হিরু) ও তার লোকজন এসে আমার উপর হামলা করে পালিয়ে যায়। হোসাইনুর রহমান হিরুর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমার ভাইয়ের বিপক্ষে যারা চেয়ারম্যান প্রার্থী ছিলো তারা আমার বিরোদ্ধে ষড়যন্ত্র করছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানা অফিসার্স ইনচার্জ এরশাদুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম এবং একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হব।
Leave a Reply