হাতীবান্ধা গড্ডিমারীতে বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে প্রাণ গেল এক নারীর ।
স্টাফ রিপোর্টার, লালমনিরহাটঃ
লালমনিরহাট হাতীবান্ধা উপজেলাধীন গড্ডিমারী ইউনিয়ন নিজ গড্ডিমারী গ্রামে মজিরন নেছা (৪০), মজিবর কানার স্ত্রী ৪ জুলাই রোববার দুপুর ১ ঘটিকায় বাড়ির পাশে খালে গোসল করতে যায়।
গোসল করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লাগলে সেখানেই মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শী সহিদুল ইসলাম ছাত্রলীগ সভাপতি জানায় দীর্ঘ দিন তার ঝুলে থাকলেও বিদ্যুৎ বিভাগের লোকজন শুধু বিলের কাগজে দেয়। আর কোন তার কি অবস্হায় আছে তা খোঁজ খবর নেয় না।
এলাকাবাসীর অভিযোগ আর কত প্রাণ ঝরলে বিদ্যুৎ বিভাগের তৎপরতা বাড়বে।
বিদ্যুতের স্হায়ী ব্যবস্হা চান।
এ বিষয়ে গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন অকালে মৃত্যুতে আমরা সবাই শোকাহত। বিদ্যুৎ বিভাগ হাতীবান্ধা আবাসিক প্রকৌশলী তাকে ফোন দিলে তিনি ফোন ধরেন নি।
Leave a Reply