পবিত্র ঈদ আপনার এবং আপনার পরিবারে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও আনন্দ। নিরাপদে ঈদ আনন্দ উদযাপিত হোক আপনজনদের সাথে। সবাইকে জানাচ্ছি ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এই নতুন ঈদগাহ মাঠে ঈদের নামাজ ৯.৩০ মিনিটে অনুুুষ্ঠিত হয়।
ঈদগাহে মাঠের নাম করণ করা হয়। দইখাওয়া উওর পাড়া আদর্শ ঈদগাহ মাঠ। দইখাওয়া বিজিবি ক্যাম্প সংলগ্ন ঈদের মাঠটি।
উক্ত ঈদের মাঠে মুসল্লীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় করেন চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা।
দইখাওয়া উওর পাড়া আদর্শ ঈদগাহ মাঠের সভাপতির দায়িত্বে আছেন। মোঃ সামছুল আলম ডিলার ও সাধারণ সম্পাদক মোঃ মুরুব্বি আব্দুর ছামাদ।
আজকে নতুন ঈদগাহে নামাজ আদায়ে মুসল্লিদের মনে ছিলো অনেক আনন্দ উৎসব। ঈদের আনন্দ ভরে উঠুক সবার জীবন। শুভ কামনা
Leave a Reply