ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (২৩ ডিসম্বর-২১) নির্বাচনের। এ ইউনিয়ন পরিষদের নির্বাচন কে কেন্দ্র করে প্রার্থীদের মাঝে চলছে জোর প্রচারণা। তারেই ধারাবাহিকতায় ইউপি
চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে মননোয়ন সংগ্রহ করেন প্রভাষক মোঃ ঈমান আলী
শুক্রবার ( ১৯ নভেম্বর ) সন্ধায় প্রার্থীর ৬নং ওয়ার্ড সর্বসাধারণের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন।
মতবিনিময় সভায় এলাকার সকল মুরুব্বি, যুবক, পথচারী সহ গ্রামের সকল মানুষের সাথে মত বিনিময় সভা ও নির্বাচনী প্রচারণা গণসংযোগ চালিয়ে ভোটারদের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন প্রার্থী ঈমান আলী সহ তার সমর্থন।
ঈমান আলী বলেন, আমি সকলের দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করি, আসন্ন ইউপি নির্বাচনে আমি প্রার্থী হিসেবে এলাকায় কাজ করে যাচ্ছি। সকলের দোয়া,ভালোবাসা ও সহযোগিতা থাকলে আমি ইউপি নির্বাচনে আপনাদের চেয়ারম্যান সেবক হিসেবে নির্বাচিত হবো ইনশাআল্লাহ । আপনাদের সকলের দোয়া ও সমর্থন পেয়ে আমি নির্বাচিত হলে সকলের পাশে থেকে নির্বাচনী এলাকায় নারী নির্যাতন রোধ, সন্ত্রাস মুক্ত, রাস্তা-ঘাটের উন্নয়নসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করবো। ভেলাগুড়ি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বত্র চেষ্টা করবো ইনশাআল্লাহ।
Leave a Reply